Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রাথমিকে ৯৩% শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫২ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২১:২২

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়গুলোকে ৯৩ শতাংশ শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এ নিয়োগের ক্ষেত্রে পোষ‍্য কোটাও প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন তিনি।

রোববার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য সমাজের সবার সামগ্রিক অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্য সবার সহযোগিতা চাই।

অধ্যাপক বিধান রঞ্জন বলেন, সবার সহযোগিতায় শিশুদের সাক্ষর করে গড়ে তোলা সম্ভব। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাজেট বাড়ানো সময়ের দাবি বলে উল্লেখ করেন।

উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে প্রাথমিকের ভৌত অবকাঠামো সুন্দর। কিছু এলাকায় সমস্যা আছে। সেগুলো সুন্দর করা হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন ও আশপাশের এলাকায় দৃষ্টিনন্দন স্কুল নির্মাণ করা হচ্ছে।

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব প্রাথমিক স্কুলে ‘মিড ডে মিল’ চালু করা হবে জানিয়ে উপদেষ্টা অধ্যাপক বিধান বলেন,  এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে পাসের অপেক্ষায় আছে। আপাতত কক্সবাজার ও বান্দরবানসহ দেশের কিছু স্কুলে ‘মিড ডে মিল’ চালু আছে। প্রকল্প পাস হলে প্রথম পর্যায়ে ১৫০টি উপজেলার সব স্কুলে এই ‘মিড ডে মিল’ চালু হবে।

বিজ্ঞাপন

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উপবৃত্তি চালু করা হয়েছে। এতে বিশাল ব্যয় হচ্ছে । কিন্তু এটি যে উদ্দেশ্যে করা হয়েছে, সেখানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না । উপবৃত্তির জন্য প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের নাম থাকে, কিন্তু তারা অন্য স্কুলে অধ্যয়ন করছে।

উপদেষ্টা পরে একই স্থানে ‘মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। স্বাগত বক্তব‍্য রাখেন খুলনা বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম। মতবিনিময় সভায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় ও জেলা শিক্ষা কর্মকর্তা, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট, থানা শিক্ষা কর্মকর্তাসহ প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্টরা সরাসরি ও অনলাইনে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এমপি

‍উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মিড ডে মিল শিক্ষক নিয়োগ

বিজ্ঞাপন

আয়নাঘর ছিল, আছে- র‌্যাব ডিজি
১২ ডিসেম্বর ২০২৪ ১৩:৩০

দেশে ফিরলেন মির্জা ফখরুল
১২ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬

আরো

সম্পর্কিত খবর