টেস্ট চ্যাম্পিয়নশিপ
ফাইনালে ওঠার সমীকরণে কে এগিয়ে?
১০ ডিসেম্বর ২০২৪ ১১:৩৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৫:২১
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র প্রায় শেষের পথে। আর মাত্র ১০ টেস্ট বাকি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি দুই ফাইনালিস্ট। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলংকা, পাকিস্তান; এখনো ৫ দলেরই সম্ভাবনা আছে ফাইনালে ওঠার। চলুন দেখে নেওয়া যাক লর্ডসের ফাইনালে খেলতে কোন দলের সামনে কী সমীকরণ অপেক্ষা করছে।
দক্ষিণ আফ্রিকা
পারসেন্টেজ- ৬৩.৩৩, ম্যাচ বাকি- ২টি ( প্রতিপক্ষ পাকিস্তান, হোম)
দুই মাস আগেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দাবিদার মানা হয়নি তাদের। তবে ভারতের সিরিজ হার ও নিজেদের সিরিজে দুর্দান্ত পারফর্ম করে দক্ষিণ আফ্রিকা এখন ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে। গতকাল শ্রীলংকাকে ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে প্রোটিয়ারা।
এবারের চক্রে পাকিস্তানের বিপক্ষে ২টি টেস্ট বাকি আছে দক্ষিণ আফ্রিকার। এর মাঝে একটি টেস্ট জিতলেই ফাইনাল খেলা নিশ্চিত হবে তাদের। সিরিজ ১-১ এ ড্র হলে দক্ষিণ আফ্রিকার জয়ের হার হবে ৬১.১১ শতাংশ। তাহলে ভারত অথবা অস্ট্রেলিয়ার যেকোনো একজন তাদের টপকে যেতে পারবে।
ভারতকে অ্যাডিলেড টেস্টে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। তবে দুদিনের মাঝেই দক্ষিণ আফ্রিকার কাছে শীর্ষস্থান হারিয়েছে তারা। ভারতের বিপক্ষে বাকি ৩ ম্যাচের দুটি জিতলেই ফাইনাল নিশ্চিত হবে অজিদের। তখন শ্রীলংকার বিপক্ষে সিরিজ নিয়ে ভাবতে হবে না তাদের। ৫৫.২৬ শতাংশ জয় নিয়ে ফাইনালের স্পট নিশ্চিত করবেন তারা।
যদি অস্ট্রেলিয়া ৩-২ ব্যবধানে সিরিজ হেরে যায় ভারতের কাছে, তাহলে ভারতের জয়ের হার হবে ৫৮.৭৭। তখন শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের দুটি ম্যাচই অজিদের জিততে হবে ভারতকে ছাড়িয়ে যাওয়ার জন্য। এছাড়া দক্ষিণ আফ্রিকা যেন পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ ড্র ছাড়া অন্য ফলাফল না আনতে পারে সেই প্রত্যাশাও করতে হবে।
ফাইনাল নিশ্চিত করতে হলে ভারতকে বাকি ৩ ম্যাচের দুটিতে জিততে হবে ও অন্য ম্যাচে ড্র করতে হবে। তাহলে ৬০.৫৩ শতাংশ জয় নিয়ে ফাইনালের স্পট নিশ্চিত করবেন তারা। যদি ভারত ৩-২ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ৫৮.৭৭। ভারতকে ফাইনালে যেতে হলে অজিদের তখন শ্রীলংকার কাছে ১-০ ব্যবধানে হারতে হবে।
অন্যদিকে ভারত যদি ২-৩ ব্যবধানে হেরে যায়, তাহলে সমীকরণটা বেশ জটিল হয়ে যাবে তাদের জন্য। তখন দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তানের কাছে ২-০ ব্যবধানে হারতে হবে। এছাড়াও অস্ট্রেলিয়া যেন লংকানদের বিপক্ষে একটি ড্র ছাড়া আর কোনো ফলাফল না আনতে পারে সেই কামনায় থাকতে হবে।
সারাবাংলা/এফএম