ঢাকা: জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, খুন, ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের গণ জমায়েত শুরু হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠন করা সংগঠন ‘মায়ের ডাক’ এই গণ জমায়েতের আয়োজন করে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার হেফাজতে ইসলামের নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণ জমায়েতের মূল অনুষ্ঠান শুরু হয়।
গণ জমায়েতে হাজারো ভুক্তভোগীকে উপস্থিত হতে দেখা গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া এ উপলক্ষে দেশি বিদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন।