Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৬:০১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৩

ঢাকা: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী ও গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাকে’র আয়োজনে এক গণজমায়েতে এ দাবি উঠে আসে।

গণজমায়েতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শামন্তা শারমিন বলেন, জুলাই-আগস্ট মাসে হত্যার দায়ে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। তাকে ফিরিয়ে এনে দেশীয় ও আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করতে হবে।

জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, খুন, ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা ও আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী এবং তাদের স্বজনরা সকাল থেকেই জড়ো হতে থাকেন গণজমায়েতে। দুপুর নাগাদ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সরব হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান।

দুপুর ২টার হেফাজতে ইসলামের নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের মূল অনুষ্ঠান শুরু হয়।

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠন করা সংগঠন ‘মায়ের ডাকে’র এই আয়োজন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/এমপি/টিআর

জুলাই-আগস্ট গণহত্যা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর