রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়নস লিগে টিকে রইল রিয়াল
১১ ডিসেম্বর ২০২৪ ০৮:৩২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১০:৫৫
পয়েন্ট তালিকার ২৪তম স্থানে থেকে গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার শঙ্কা জেগেছিল তাদের। খাদের কিনারায় থাকা রিয়াল মাদ্রিদের সামনে তাই জয়ের বিকল্প ছিল না এই ম্যাচে। আটালান্টার বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ে টুর্নামেন্টে টিকে রইল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এমবাপে-ভিনিসিয়াস-বেলিংহামের গোলে আটালান্টাকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ এর প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল রিয়াল।
নিজেদের মাঠে রিয়ালকে আতিথিয়তা দিয়েছিল টুর্নামেন্টে এবারের মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থাকা আটালান্টা। ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড পায় রিয়াল। ১০ মিনিটের মাথায় ব্রাহিম দিয়াজের বাড়ানো বলে জোরালো শটে বলে জালে জড়ান কিলিয়ান এমবাপে। এই গোলে চ্যাম্পিয়নস লিগে নিজের ৫০তম গোলের মাইলফলক ছুঁলেন এমবাপে। লিওনেল মেসির পর দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
তবে গোল করার পরেই ইনজুরিতে পড়েন এমবাপে। বেশ কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর মাঠে থাকতে পারেননি তিনি। ৩৬ মিনিটে তাকে বদলি করতে বাধ্য হন রিয়াল কোচ। বিরতির ঠিক আগে পাসালিচকে বক্সের ভেতর চুয়ামেনি ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান চার্লস কেটেলারে। ১-১ ১ সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড ফিরে পায় রিয়াল। ৫৬ মিনিটে রিয়ালকে আবার এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ৩ মিনিট পরেই ব্যবধান বাড়ান জুড বেলিংহাম। এই গোলে অ্যাসিস্ট ছিল ভিনিসিয়াসের।
৩-১ গোলে এগিয়ে গিয়ে সহজ জয়ের দিকেই এগিয়ে যাওয়ার কথা ভেবেছিল রিয়াল। তবে ৬৫ মিনিটে আরেক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে আটালান্টা। আদেমোলা লুকম্যানের গোলে অস্বস্তিতেই পড়েছিল রিয়াল। ম্যাচে সমতা ফেরাতে মরিয়া আটালান্টা বেশ কয়েকবার রিয়াল রক্ষণভাগে হানা দিলেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি তারা।
৩-২ গোলের স্বস্তির এ জয়ে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিতে ১৮তম স্থানে উঠে এসেছে রিয়াল। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে আটালান্টা।
রাতের অন্য ম্যাচে মোহাম্মদ সালাহর একমাত্র গোলে জিরুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা ৬ ম্যাচে জিতে শীর্ষেই রইল লিভারপুল। লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা, শাখতারকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন, সলবার্গকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি, ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে বেয়ার লেভারকুসেন।
সারাবাংলা/এফএম