Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় হামলা বন্ধে ইসরাইলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ০৯:২৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১২:২৪

জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস

সিরিয়ায় একের পর এক সামরিক স্থাপনায় হামলা চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস। তিনি ইসরাইলকে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

সিরিয়ায় গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) থেকে শুরু করে বুধবার (১২ ডিসেম্বর) পর্যন্ত ৪৮ ঘণ্টায় মোট ৪৮০ হামলা চালায় ইসরাইল। এই ঘটনার পরে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ও ব্যাপক লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এবং এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেন, সিরিয়ার বিভিন্ন স্থানে শত শত ইসরাইলি বিমান হামলার বিষয়ে মহাসচিব উদ্বিগ্ন। সারা দেশে সব ফ্রন্টে সহিংসতা কমানোর জরুরি প্রয়োজনের ওপর জোর দিয়েছেন তিনি।

তিনি ১৯৭৪ সালের চুক্তির বিষয়টি উল্লেখ করে এ চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে এমন সব পদক্ষেপের নিন্দা করেন। এ চুক্তি অনুযায়ী সিরিয়া এবং ইসরাইলের মধ্যে বাফার জোন অসামরিক এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে।

সিরিয়ার সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালাচ্ছে ইসরাইল।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সিরিয়ার নৌবাহিনীর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী।

উল্লেখ্য, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিরিয়ার বিমানবাহিনী ৪৮০টি হামলা চালিয়েছে। এর মধ্যে প্রায় ৩৫০টি হামলায় বিমানবিধ্বংসী ব্যাটারি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ফাইটার জেট, ট্যাঙ্ক এবং দামেস্ক, হোমস, টারতুস, লাতাকিয়া এবং পালমাইরা, পালমাইরাতে অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া বাকি হামলায় বাকি অস্ত্রের ডিপো, সামরিক কাঠামো, লঞ্চার এবং ফায়ারিং পজিশনকে উদ্দেশ্য করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া সিরিয়ায় দুটি নৌঅবকাঠামোতে হামলা চালায় ইসরাইল। এ সময় সেখানে ১৫টি নৌযান ছিল। এছাড়া সমুদ্র থেকে সমুদ্রে উৎক্ষেপণকারী বেশকিছু ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা আসাদ সরকারের কৌশলগত সামরিক সক্ষমতার ৭০ থেকে ৮০ শতাংশ ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরাইল জাতিসংঘ সিরিয়া হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর