মাটির ভাঁজে আলুর চাষ। ছবি
১৫ ডিসেম্বর ২০২৪ ০৮:২৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১১:৪১
হেমন্ত শেষে হতে চলল, প্রকৃতিতে কড়া নাড়ছে শীতকাল। আলু, পেঁয়াজ, গাজরসহ নানা সবজি চাষের মৌসুম চলছে এখন। তাই রবি শস্য বুনতে মাঠে মাঠে ব্যস্ততা বেড়েছে কৃষকদের। নতুন ফসল বুনতে জমি তৈরিসহ ফসলের পরিচর্যার মতো নানান কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। বাজারে আলুর দাম বেশি থাকায় অন্যবারের তুলনায় এবার তাই আলু চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। সারাদেশের মতো ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায়ও আলু চাষে ঝুঁকেছে কৃষকরা। এলাকাটিতে আলু বোপন প্রক্রিয়ার ছবিগুলো তুলে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/পিটিএম