জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
১৬ ডিসেম্বর ২০২৪ ১০:১৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১০:৫১
ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে তার এই ভাষণ শুরু হয়।
বাংলাদেশ টেলিভিশন ছাড়াও দেশের বেসরকারি টেলিভিশনগুলো প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এর আগে, বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল ৭টা ১২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ড. ইউনূস। এ সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।
তার আগে, সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সারাবাংলা/জিএস/ইআ