Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চব্বিশে ছাত্ররা বুকের রক্ত দিয়ে স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: শিল্প উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:১০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২১:৫৩

বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা, স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও কর্মচারীদের মাঝে খাবার বিতরণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

ঢাকা: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ১৯৭১ সালের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ছাত্ররা ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে এই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা, স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও কর্মচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘২০২৪ এর চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ।’

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আলোচনা পর্ব শেষে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বেচ্ছায় রক্ত দান করেন এবং কর্মচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ/আরএস

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয়

বিজ্ঞাপন

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল
১৭ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩

আরো

সম্পর্কিত খবর