Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:১৬

ঢাকা: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির ক ব্লকের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোয়া ৪টায় আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাত ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

জানা গেছে, রাস্তা সংকীর্ণ হওয়ায় এবং যানজটের কারণে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িগুলো আগুন লাগার ১৫ মিনিটেও পৌঁছতে পারেনি। তাৎক্ষণিক পাশের লেক থেকে পানি নিয়ে বস্তিবাসী আগুন নেভানোর চেষ্টা করছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ব্লকের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।

কড়াইল বস্তিতে তিন লাখেরও বেশি মানুষ বাস করে। গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপাড় এলাকায় কয়েক দশক আগে এই বস্তি গড়ে ওঠে। এটি দেশের অন্যতম বড় বস্তি।

সারাবাংলা/ইউজে/এসআর

আগুন নিয়ন্ত্রণে কড়াইল বস্তি

বিজ্ঞাপন

'ওয়াক্ত' দিয়ে শুরু হচ্ছে '২ষ'
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৬

‘বেসিস জাপান ডে’ অনুষ্ঠিত
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৪

আরো

সম্পর্কিত খবর