Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, গ্রেফতার ৩

লোকাল করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ২২:০৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২২:০৫

আটককৃত আসামিরা

যশোর: দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে এ ঘটনায় এলাকার তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মনোজ কুমার (৭০) নামে হৃদরোগের চিকিৎসার জন্য এক পাসপোর্ট যাত্রী বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাবার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় তার মেয়ে অবন্তি করকে প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করে ইমিগ্রেশন সংলগ্ন ওয়ান ব্যংকের এটিএম বুথের পাশে গলিতে ১ লাখ টাকা চাঁদা দাবি করে ছিনতাইকারীরা। পরে তাদের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করলে তিন জনকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামিরা হলেন— বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. শোয়েব আক্তার (২৮), একই গ্রামের জাবের শেখের ছেলে শেখ রাহাদ অন্তর (৩৫) ও ইউনুস আলীর ছেলে আ. কাদের।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, ‘ভিকটিমের মেয়ে অবন্তি কর (২৭) এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে আটককৃত তিনজন আসামিসহ এজাহারনামীয় ৫ জন ও অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে।’

সারাবাংলা/এইচআই

ছিনতাই বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর