দুর্দান্ত সেঞ্চুরিতে জ্যোতির ইতিহাস
২৩ ডিসেম্বর ২০২৪ ১২:৩৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৬
বাংলাদেশের নারী ক্রিকেটের নতুন দুয়ার খুলেছিল এই টুর্নামেন্টের মাধ্যমে। প্রথমবারের মতো আয়োজিত হওয়া তিন দিনের প্রথম শ্রেণির ম্যাচের এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি পেয়ে নতুন ইতিহাস গড়েছেন নিগার সুলতানা জ্যোতি। সেন্ট্রাল জোনের হয়ে ১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি।
রাজশাহীতে শুরু হয়েছে নারীদের তিন দিনের প্রথম শ্রেণির টুর্নামেন্ট। সেখানে একই সাথে চলছে দুটি ম্যাচ। এক ম্যাচে মুখোমুখি সেন্ট্রাল জোন ও নর্থ জোন। সেন্ট্রাল জোনের অধিনায়ক হিসেবে খেলছেন জ্যোতি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করেছিল নর্থ জোন।
নিজেদের ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক জ্যোতির দারুণ এক সেঞ্চুরিতেই লিড পেয়েছে সেন্ট্রাল জোন। ক্রিজে নামার পর থেকেই দাপটের সাথে ব্যাটিং করেছেন জ্যোতি। প্রতিপক্ষের বোলারদের হতাশ করে তুলে নেন সেঞ্চুরি।
সেঞ্চুরি তুলে নেওয়ার পরেও ক্রিজে অবিচল ছিলেন জ্যোতি। ২০ চার ও ২ ছক্কায় সাজানো এই ইনিংসে ২৫৩ বলে ১৫৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন জ্যোতি, দলও পায় বড় লিড।
এই সেঞ্চুরিতে ইতিহাসের অংশ হয়ে গেলেন জ্যোতি। দেশের নারী ক্রিকেটের প্রথম শ্রেণির উদ্বোধনী টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
সারাবাংলা/এফএম