Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউতে বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন ফের শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৫১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৩

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন সেবা কার্যক্রম।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কিডনী প্রতিস্থাপনে কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এর আগে সুপার স্পেশালইজড হাসপাতালে সর্বশেষ ৩১তম কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছিল চলতি বছরের ২৮ জুলাই।

বিজ্ঞাপন

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, সুপার স্পেশালইজড হাসপাতালে ৩২তম কিডনি ট্রান্সপ্ল্যন্টের দাতা হলেন নোয়াখালী জেলার বাসিন্দা ৫০ বছরের কোহিনুর বেগম। কিডনী গ্রহীতা হলেন ঢাকা জেলার ৪৮ বছর বয়স্ক সাহারা বেগম। কোহিনুর বেগম হলেন সাহারা বেগমের ফুফু।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ আরও জানায়, সকাল ৮টায় শুরু হওয়া এই প্রতিস্থাপন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় দুপুর ৩টায়। বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনী প্রতিস্থাপনের সামগ্রিক ব্যয় ৩ লাখ টাকা। প্রতিবেশি দেশে গিয়ে এই কিডনী প্রতিস্থাপন করতে হলে ব্যয় হবে নূন্যতম ২৫ লাখ টাকা।

এসময় অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, দেশেই বিশেষ করে বিএসএমএমইউতে স্বল্প ব্যয়ে কিডনি প্রতিস্থাপনের উন্নত সেবার সুযোগ সুবিধা রয়েছে, অতিরিক্ত অর্থ ব্যয় করে কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন নাই।

কিডনি দাতার সার্জিক্যাল টিমে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল ইসলাম দিপু, সহকারী অধ্যাপক ডা. মো. ওয়াহিদুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. আকতার কামাল পারভজ ও ডা. মো. সুলতান উদ্দিন।

কিডনি গ্রহীতার সার্জিক্যাল টিমের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, সহকারী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মাহবুবুল ইসলাম খন্দকার, ডা. শেখ ইমরান মোহাম্মদ ও ডা. মাশরুরা রহমান বর্ষা। পারফিউশন টিমে ছিলেন বিএসএমএমইউর ডা. মামুন উর রশিদ আল মামুন ও ডা. মো. আশরাফুর রহমান।

বিজ্ঞাপন

কিডনী প্রতিস্থাপনে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সুপার স্পেশালাইজড হাসপাতালের নব নিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রমের প্রধান ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, রেনাল ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল ইসলাম দিপু, অতিরিক্ত পরিচালক ডা. মো. শহিদুল হাসান, ভিসির একান্ত সচিব ডা. মো. রহুল কুদ্দুস বিপ্লব ও সহকারী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদসহ অন্যান্যরা।

সারাবাংলা/এসবি/এসআর

কিডনি প্রতিস্থাপন ফের শুরু বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর