Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মিনিটে ৬ লাল কার্ড, রিভার প্লেট-গ্রেমিও ম্যাচ রণক্ষেত্র

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৩২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫১

৬ লাল কার্ড দেখে ম্যাচ হার রিভার প্লেট

ফুটবল ম্যাচে রেফারির লাল কার্ড দেখানোর ঘটনা হরহামেশাই ঘটে। তবে ব্রাজিলের নারী ফুটবল লিগের এক ম্যাচে এই লাল কার্ড কাণ্ড ছাপিয়ে গেল সবকিছুকেই। বর্ণবাদী মন্তব্যের জেরে রিভার প্লেট-গ্রেমিও ম্যাচে ২ মিনিটের মাঝেই রেফারি ৬টি লাল কার্ড দেখান রিভার প্লেট ফুটবলারদের। আর এতেই মাঠে ৭ জনের কম ফুটবলার থাকায় ৩-০ গোলের হার মেনে নিতে হয় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে।

ব্রাজিলের লেডিস কাপের সেমিতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট ও ব্রাজিলের ক্লাব গ্রেমিও। ৩৭ মিনিট পর্যন্ত ঠিকঠাক ভাবেই চলছিল খেলা। ম্যাচে সমতা ফেরানোর পর গোল উদযাপন করতে গিয়ে রিভার প্লেট ডাগআউটের সাথে তর্কে লিপ্ত হয় গ্রেমিও ফুটবলাররা। সেই তর্কের জেরে লাল কার্ড দেখেন রিভার প্লেটের হুয়ানা ক্যানগারো।

বিজ্ঞাপন

এই লাল কার্ডই ঘুরিয়ে দিয়েছে ম্যাচে মোড়। লাল কার্ডকে কেন্দ্র করে দুই দলের ফুটবলারদের মাঝে রীতিমত হাতাহাতি শুরু হয়। এই সময় গ্রেমিওর মাঠের বলবয় থেকে শুরু করে ফুটবলারদের উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করতে থাকেন রিভার প্লেট ফুটবলাররা। গ্রেমিও ফুটবলারদের সামনে রিভার প্লেট ফুটবলার ক্যান্ডেল দিয়াজকে ‘বানরের অঙ্গভঙ্গি’ করতেও দেখা গেছে! এতে পরিস্থিতি আরও বেগতিক হয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে একের পর এক লাল কার্ড দেখাতে থাকেন রেফারি। ২ মিনিটের মাঝে ক্যান্ডেলা দিয়াজ, ক্যামিলা দুয়ার্তে, রোমেরো, মিলাগ্রোস দিয়াজ, এসপান্ডেকে লাল কার্ড দেখান রেফারি। সব মিলিয়ে ৬ জন রিভার প্লেট ফুটবলার দেখেন লাল কার্ড। মাঠে ৭ জনের কম ফুটবলার থাকার গ্রেমিওকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

তবে ঘটনার এখানেই শেষ নয়। ম্যাচের পর বর্ণবাদী আচরণের অভিযোগে রিভার প্লেটের ক্যান্ডেলা দিয়াজ, হুয়ানা ক্যানগারো, মিলাগ্রোস দিয়াজ ও ক্যামিলা দুয়ার্তেকে গ্রেফতার করেছে সাও পাওলো পুলিশ। পুরো ঘটনায় রিভার প্লেট ও গ্রেমিও দুই পক্ষ থেকেই আলাদাভাবে বিবৃতি দেওয়া হয়েছে। দুই পক্ষই বর্ণবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থায় নেওয়ার আহ্বান জানিয়েছে।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ বলছে, মাঠে যা হয়েছে সেটা একেবারেই কাম্য নয়। বর্ণবাদের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা গ্রেমিও নারী ফুটবল বর্ণবাদ ব্রাজিল রিভার প্লেট লাল কার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর