বাড়িতে যাওয়ার ছুটি চিরদিনের ছুটি হলো ফায়ার ফাইটার সোয়ানুরের
২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:০৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৬
ঢাকা: মা-বাবার একমাত্র ছেলে। বোনের একমাত্র ভাই। বছরের শেষভাগে সোয়ানুর রহমান নয়ন (২৪) পাঁচ দিনের ছুটি পেলে তাই বাড়িতে বয়ে গিয়েছিল আনন্দের ঢেউ। শীতের পিঠা বানাতে মা-বোনের ব্যস্ততা শেষও হয়ে এসেছিল। রাত পেরোলে সকালেই যে সোয়ানুর রওনা দেবেন বাড়ির পথে। দুপুরে বাড়িতে বসবে চাঁদের হাট।
যে আনন্দময় সকালের অপেক্ষায় সবাই, সেই সকাল যে আজীবনের জন্য বিষাদময় হয়ে উঠবে, তা ঘুণাক্ষরেও চিন্তা করেননি সোয়ানুর ও পরিবারের সদস্যরা। পাঁচ দিনের ছুটিতে যাওয়ার আগেই যে সোয়ানুর চিরদিনের জন্য জীবন থেকে ছুটি পেয়ে যাবেন, সেই দুঃসহ ভাবনা কীভাবেই বা কল্পনায় আসবে কারও!
সবাইকে শোকস্তব্ধ করে দিয়ে ঘটল তেমনই ঘটনা। মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে প্রথমেই ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের একটি ইউনিট পৌঁছায় ঘটনাস্থলে। বয়স অল্প হলেও চৌকস ফায়ার ফাইটার হিসেবে সুনাম কুড়ানো সোয়ানুরও কর্তব্যের টানে ছুটে যান। রাত সোয়া ২টার দিকে পানির পাইপের সংযোগ নিয়ে যখন কাজ করছিলেন, তখন দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয় সোয়ানুর ও তার আরেক সহকর্মী মো. হাবিবুর রহমানকে (২৫)।
আরও পড়ুন- সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত
এর পর দ্রুতই দুর্ঘটনাস্থল থেকে দুজনকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। চিকিৎসকরাও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা পেয়ে হাবিবুর বেঁচে গেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি সোয়ানুরের। ভোর পৌনে ৪টার দিকে সোয়ানুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রংপুর জেলার মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামে সোয়ানুরের বাড়িতে আনন্দের অপেক্ষায় থাকা সকাল এসেছে বিষাদের বার্তা নিয়ে। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, নির্বাক হয়ে বসে আছেন বাবা। একমাত্র ভাইকে হারানোর খবরে বোনও শোকস্তব্ধ। আত্মীয়-স্বজন আর পাড়া-প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন বাড়িতে। সবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে সোয়ানুরের মরদেহ নিতে এসেছিলেন চাচাতো ভাই রাকিবুল ইসলাম। সারাবাংলার এ প্রতিবেদকে তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে সোয়ানের (সোয়ানুর) বাড়ি যাওয়ার কথা ছিল। চাচা-চাচি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ওর জন্য। সব আনন্দ আয়োজন পরিণত হয়েছে শোকের মাতমে। এই শোক তারা কীভাবে কাটিয়ে উঠবেন!’
পরিবারের সদস্যরা জানালেন, দুই বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন সোয়ানুর। সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনে কর্মজীবন শুরু তার। দক্ষতা ও বিচক্ষণতার প্রমাণ দিয়ে চৌকস ফায়ার ফাইটার হিসেবে সুপরিচিত হয়ে ওঠেন। বদলি হয়ে আসেন তেজগাঁও ফায়ার স্টেশনে। সাহসী, দায়িত্বশীল ও পরিশ্রমী হিসেবে কর্মক্ষেত্রে পরিচিত তিনি।
সোয়ানের সহকর্মী জাকির হোসেন সারাবাংলাকে বলেন, ‘রাতে আগুন লাগার খবর পেয়ে আমরাই প্রথম তেজগাঁও স্টেশন থেকে সচিবালয়ে যাই। সবাই তখন আগুন নেভাতে ব্যস্ত। সোয়ান পানির পাইপ নিয়ে রাস্তায় যায়। হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক ওকে ধাক্কা দেয়। সোয়ান রাস্তায় পড়ে গেলে ট্রাকটি অনেকটা রাস্তা তাকে টেনে নিয়ে যায়। পরে সোয়ানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলেও বাঁচানো যায়নি।’
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ‘সকালে ঢাকা মেডিকেলে এসে ফায়ার সার্ভিস সদস্য সোয়ানের মরদেহ পাই। রাতে সচিবালয়ে আগুন নেভানোর সময় রাস্তায় ট্রাকের ধাক্কায় মারা যান তিনি। এই ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
জাকির আরও বলেন, ‘ফায়ার ফাইটার হিসেবে সোহান অত্যন্ত দক্ষ ও পরিশ্রমী। সবাই ওকে পছন্দ করত। গতকালই (বুধবার) ওর পাঁচ দিনের ছুটি মঞ্জুর হয়েছিল। (বৃহস্পতিবার) সকালে সিসি নিয়ে গ্রামে যাওয়ার কথা ছিল। কে জানত, সবকিছু ফেলে চিরজীবনের মতো ছুটি পেয়ে যাবে।’
সোয়ানুরের প্রশংসা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীও। সোয়ানুরের জানাজা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের ফায়ার ফাইটার যে ছেলেটি মারা গেছে, মাত্র ২৪ বছর বয়স ছিল। এত অল্প বয়সেই খুব দক্ষতার ছাপ রেখেছিল। এ কারণে তাকে সিলেট থেকে তেজগাঁওয়ে বদলি করে নিয়ে আসা হয়। তার এই মৃত্যু শুধু পরিবার নয়, আমাদের ফায়ার সার্ভিসের জন্যও অপূরণীয় ক্ষতি।’
আরও পড়ুন-
- সচিবালয়ে নেই বিদ্যুৎ, বন্ধ দাফতরিক কাজ
- সচিবালয়ের আগুন তদন্তে ৭ সদস্যের কমিটি
- সচিবালয়ে আগুন: নাশকতার আশঙ্কা প্রশাসনের
- সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে উপদেষ্টারা
- জানা যায়নি আগুনের কারণ, কাজ শুরু করেছে কমিটি
- নিজ দফতর ছাই, নীরবে বেরিয়ে গেলেন উপদেষ্টা আসিফ
- সচিবালয়ে ফরেনসিক বিভাগ, ভবন থেকে মৃত কুকুর উদ্ধার
- সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে: নৌ বাহিনী কর্মকর্তা
- শেখ হাসিনার দালালরা অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে: সারজিস
- আগুনে ক্ষতিগ্রস্ত ৪ মন্ত্রণালয়, তিনটিরই দায়িত্বে উপদেষ্টা আসিফ-নাহিদ
সোয়ানুরের মরদেহ হস্তান্তর করার তথ্য জানিয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ‘মরদেহের সুরতহাল করে মর্গে নিয়ে যাওয়া হয়। সোয়ানের মাথার এক পাশের হাড় ভাঙা ছিল। এ ছাড়া শরীরের অনেক জায়গায় জখম ছিল। তবে মাথার আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এদিকে, আগুন নেভাতে কাজ করার সময় ট্রাকচাপায় সোয়ানুরের মৃত্যু নিয়ে প্রশ্নও উঠেছে। সচিবালয়ের মতো সংরক্ষিত এলাকায় কীভাবে একটি ট্রাক ঢুকে পড়ল, আগুন নিয়ন্ত্রণে কাজ চলা অবস্থায় কেন দু’পাশের সড়ক বন্ধ করা হয়নি— এমন সব প্রশ্নের পাশাপাশি ক্ষোভ জানিয়েছেন সোয়ানুরের স্বজন ও সহকর্মীরা।
সোয়ানুরকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করে এর চালককে আটক করেছে পুলিশ। এসআই আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
সোয়ানুরের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। তিনি বলেন, ‘সোয়ানুরকে চাপা দেওয়া ট্রাকের চালককে আটক করা হয়েছে। সেখানে কেন সড়ক বন্ধ করা হয়নি, বা অন্য যেসব প্রশ্ন উঠেছে, সেগুলো নিয়েও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। সোয়ানুরের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের বিচারের আওতায় আনা হবে।’
আরও পড়ুন-
- মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন
- ৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন
- সচিবালয়ে আগুন: ২ প্লাটুন বিজিবি মোতায়েন
- যেসব মন্ত্রণালয় রয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে
- সচিবালয়ে আগুন: জরুরি বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তারা
- আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার আহত
- সচিবালয়ের আগুনে ‘ষড়যন্ত্রে’র ইঙ্গিত উপদেষ্টা আসিফের
- সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত
- আগুন নিয়ন্ত্রণে এলেও সচিবালয়ে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা
- সচিবালয়ে আগুনের ঘটনায় গঠন হবে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সারাবাংলা/এসএসআর/এনজে/টিআর