গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৪৫
২৭ ডিসেম্বর ২০২৪ ০৯:২১ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫
গাজার একটি হাসপাতালের কাছাকাছি ইসরাইলের বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মেডিকেল স্টাফও রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনে এই হামলা চালায় ইসরাইল।
হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেন, ‘যে ভবনটিতে ইসরাইল হামলা চালিয়েছে, এতে হামলার শিকার মেডিকেল স্টাফরা তাদের পরিবার নিয়ে বাস করতেন। নিহতদের মধ্যে একজন শিশু বিশেষজ্ঞ, একজন ল্যাব টেকনিশিয়ান, দুজন অ্যাম্বুলেন্স কর্মী ও রক্ষণাবেক্ষণ কর্মীদের একজন সদস্য রয়েছেন।’
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজা উপত্যকায় একের পর এক বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার ৮৫ শতাংশ।
সারাবাংলা/এসডব্লিউ