Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ট্রাকের ধাক্কায় করিমন উলটে নিহত ৩, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ১১:০৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৪:০৩

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

পাবনা: পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে খোকন হোসেন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামানিক (৫০), একই গ্রামের সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ওসি আব্দুল লতিফ বলেন, ‘ভোরে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাঁথিয়াগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও ৫ জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমপি

দুর্ঘটনা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর