‘ভারতের দাদাগিরির বিরুদ্ধে লড়াই চলবে’
২৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২০:১৬
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। ছবি: সারাবাংলা
ঢাকা: ভারতীয় আগ্রাসন ও দাদাগিরির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের বক্তারা। তারা বলছেন, এ জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে থাকবে, তাদের নিয়ে এই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘ভারত হঠাৎ, বাংলাদেশ বাঁচাও’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা বলতে চাই— এই সচিবালয়ে অগ্নিকাণ্ড হয়েছে ভারতের ইশারায়। আওয়ামী লীগের পক্ষে প্রোপাগান্ডাকারীরা এই অগ্নিকাণ্ডে জড়িত। কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না।’

বিক্ষোভ সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। ছবি: সারাবাংলা
ইরান আরও বলেন, ‘আমরা আগেই বলেছি, এই সচিবালয়ের চেয়ারে চেয়ারে খুনি হাসিনার দোসররা বসে আছে। আমরা বলেছি, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর, পরিদফতর ও মহাপরিদফতরের চেয়ারে আওয়ামী দোসররা বসে আছে। এর দায় উপদেষ্টা পরিষদ এড়াতে পারে না। কারণ এখন পর্যন্ত আওয়ামী দোসরদের অপসারণ করা হয়নি। আমরা খুনি হাসিনার দোসরদের তালিকা প্রকাশ করব। আমরা ভারতীয় পণ্য বর্জন করব। আমাদের নিজেদের উৎপাদিত পণ্য ব্যবহার করব। এটাই আমাদের দেশপ্রেম।’
‘ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে থাকবে, তাদের নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা চাই, যারা ভারতের রক্তচক্ষুর বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে পারবে, যারা বাংলাদেশকে স্বার্থ হাসিল করতে পারবে, জাতীয় স্বার্থ রক্ষা করবে, তারাই ওই চেয়ারে বসতে পারবে। তা না হলে আমরা কাউকে সেই চেয়ারে থাকতে দেবো না,’— বলেন লেবার পার্টির চেয়ারম্যান।
বিক্ষোভ সমাবেশ আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান ও সহদফতর সম্পাদক আরিফ বিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ ও প্রচার সম্পাদক সোহাগ আফ্রিদী, শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানীসহ অন্যরা।
বিক্ষোভ সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল পল্টনে গিয়ে শেষ হয়।
সারাবাংলা/কেআইএফ/টিআর
গণঅধিকার পরিষদ বাংলাদেশ লেবার পার্টি ভারতীয় আগ্রাসন মোস্তাফিজুর রহমান ইরান