Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিতে বিএনপি কর্মী লুটিয়ে পড়লে রগ ও গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ২০:৩৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২২:৫৫

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় কবির হোসেন (৩৫) নামে বিএনপি কর্মীকে গুলির পর গলা ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে। তিনি স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। গত ৫ আগস্টের পর কবির এলাকায় আসেন।

স্থানীয়রা জানায়, দুপুরে কবির বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ পড়ে বের হন। এ সময় মুখোশ পরা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশা যোগে মসজিদের সামনে আসে। এক পর্যায়ে কবির হোসেন মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে কবির মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার বাম পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ-আল-ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

তবে তাৎক্ষণিকভাবে তার স্বজন ও পুলিশ এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

সারাবাংলা/এসআর

গুলি নোয়াখালী বিএনপি কর্মীকে হত্যা বেগমগঞ্জ রগ ও গলা কেটে হত্যা