Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বাসচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৮:২৯

সড়ক দুর্ঘটনায় নিহত দুই।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলে থাকা দুইজন আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১ টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান, শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবর রহমান।

নিহতরা হল, সাতক্ষীরা জেলা তালা উপজেলার খালিশখালী ইউনিয়নের গাজী বাড়ী এলাকার আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) এবং উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)। তারা দু’জনে আবুল খায়ের টোবাকো কোম্পানীতে কর্মচারি হিসেবে কর্মরত ছিল।

স্থানীয়দের বরাতে মাহবুবর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় টেকনাফমুখি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল আরোহী দুইজন গাড়ী থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় চালক ও সহকারি পালিয়ে যায়।

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার এবং বাসটি জব্দ করা হয়েছে বলে জানান, হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

মাহবুবর রহমান জানান, নিহতদের মরদেহ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি

কক্সবাজার দুর্ঘটনা নিহত

বিজ্ঞাপন

গ্যাস সংকট থাকতে পারে আরও ৪ দিন
৯ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯

আরো

সম্পর্কিত খবর