গাজায় দুইদিনের বিমান হামলায় নিহত ১৫০
আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ০৮:৩৯ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১১:৪৭
৪ জানুয়ারি ২০২৫ ০৮:৩৯ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১১:৪৭
গাজায় গত দুইদিনের ইসরায়েলি বিমান হামলায় ১৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার (৩ জানুয়ারি) অন্তত ৭৩ জন এবং বৃহস্পতিবার (২ জানুয়ারি) ৭৭ জন নিহত হয়েছেন।
এদিকে, শনিবার (৪ জানুয়ারি) ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে সালাহ আল-দিন স্ট্রিটের কাছে গাড়িতে বোমা হামলা চালায় যাতে আরও ৫ জন নিহত হয়েছেন।
গত দুইদিন ধরে চলা হত্যাযজ্ঞের পরে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বিশ্ব সংস্থা গাজার ২৭টি স্বাস্থ্য কেন্দ্রে ১৩৬টি ইসরায়েলি হামলা রেকর্ড করেছে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের যুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে কমপক্ষে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন।
সেদিনই হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে কমপক্ষে ১১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি বন্দী হন।
সারাবাংলা/এসডব্লিউ