Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ সেরা হয়েও বুমরাহর আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
৫ জানুয়ারি ২০২৫ ১০:৩৮

দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ সেরা বুমরাহ

পুরো সিরিজজুড়েই অবিশ্বাস্য ফর্মে ছিলেন তিনি। বল হাতে ভারতের তো বটেই, সিরিজেও সেরা বোলার তিনিই। বল হাতে সেরা হলেও শেষ পর্যন্ত পরাজিত পক্ষেই থাকতে হলো জাসপ্রীত বুমরাহকে। সিডনি টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে অজিরা। সিরিজ সেরার পুরস্কার নেওয়ার পর তাই হতাশায় ঝড়েছে বুমরাহর কণ্ঠে।

পার্থে সিরিজের প্রথম টেস্টে বুমরাহর নেতৃত্বে মাঠে নেমেছিল ভারত। সেই ম্যাচে দুর্দান্ত এক জয় দিয়েই সিরিজ শুরু করে ভারত। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সিরিজ জিতেছে অজিরাই। সিরিজ হারলেও বল হাতে অবিশ্বাস্য পারফর্ম করেছেন বুমরাহ। ৯ ইনিংসে ১৩.০৬ গড়ে বুমরাহ নিয়েছেন ৩২ উইকেট। অ্যাওয়ে সিরিজে ভারতের হয়ে এক সিরিজে এটাই সবচেয়ে বেশি উইকেট।

বিজ্ঞাপন

সিডনি টেস্টের প্রথম ইনিংসে ইনজুরিতে পড়েছিলেন বুমরাহ। মাঠ ছেড়ে হাসপাতালেও যেতে হয়েছিল তাকে। মাঠে ফিরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলেও বোলিংয়ে আর নামা হয়নি তার। দ্বিতীয় ইনিংসে তাই বুমরাহকে ছাড়াই লড়তে হয়েছে ভারতকে। বুমরাহবিহীন ভারতকে অনায়াসেই হারিয়ে ম্যাচ জিতেছে অজিরা।

এমন পারফরম্যান্সের পর অনুমেয়ভাবেই সিরিজের সেরা হয়েছেন বুমরাহ। তবে দলের হার ও শেষ ইনিংসে বোলিং না করতে পারাটাই বেশি পোড়াচ্ছে তাকে, ‘ব্যাপারটা খুবই হতাশার, কিন্তু আপনার শরীরকে সম্মান করতে হবে। শরীরের সাথে লড়াই করার উপায় নেই। সিরিজের সবচেয়ে বোলিংবান্ধব উইকেটে বল না করতে পারার আক্ষেপটা থাকবেই। অনেক যদি, কিন্তু ছিল; তবে দলের সবাই দারুণভাবেই লড়েছে। চাপ নিতে হবে, ভালো-খারাপ দুই সময়ই আসবে। এটাই টেস্ট ক্রিকেট।’

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে গর্বিত বুমরাহ, ‘ভবিষ্যতের জন্য এরকম কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অভ্যাস করতে হবে। তরুণদের দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে এই সিরিজে। তরুণদের অনেক প্রতিভা আছে। আমাদের দলের তরুণরা সিরিজ হারে হতাশ, কিন্তু তারা এই সিরিজ থেকে পাওয়া অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে পারবে। দারুণ একটা সিরিজ কেটেছে। অস্ট্রেলিয়াকে অভিনন্দন।’

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ জাসপ্রীত বুমরাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর