Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ওসিকে ধরে বিএনপি কর্মীদের পিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৬:০৫

কোতোয়ালী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দিনের ওপর হামলা। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: কোতোয়ালী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দিনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এ পুলিশ কর্মকর্তার শার্টের কলার ধরে তাকে টানাহেঁচড়া করছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কয়েকজনকে মারধর করতেও দেখা যায় ওই ভিডিওতে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়েই পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়েছে। তিনি এখন থানায় আছেন।’

নেজাম উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন বলে জানা গেছে।

সারাবাংলা/আইসি/এসআর

ওসিকে ধরে পিটুনি চট্টগ্রাম বিএনপি কর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর