খালেদা জিয়ার যাত্রাপথে সড়কের শৃঙ্খলা রক্ষায় বিএনপির নির্দেশ
৭ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১১:৫০
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যাত্রাপথে সড়কের শৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি।
সোমবার (০৬ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ৮ টায় তার গুলশানের বাসা থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওয়ানা হবেন। তিনি রাত ৯ টায় বিমানবন্দরে পৌঁছবেন এবং রাত ১০ টায় রয়েল কাতার আমারি ‘ইয়ার এ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়া বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিবৃতিতে। পাশাপাশি রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটাতে নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন- উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সারাবাংলা/এজেড/এনজে