Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ের সামনে ধাওয়া-পালটা ধাওয়া

স্পেশাল করেসপডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৬:২০ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

সচিবালয়ের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: সচিবালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে ‘প্রাইম এশিয়া ইউনিভার্সিটি’র শতাধিক শিক্ষার্থীর ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ের সামনে এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটার দিক থেকে শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তারা সেখানে প্রায় ৩০ মিনিট অবস্থান করেছেন। পরে শিক্ষা ভবনের দিকে তারা চলে যান।

সচিবালয় পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ‘প্রাইম এশিয়া ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যান। তাদের বেলা সাড়ে চারটায় সাক্ষাতের কথা ছিল। এ সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করেন পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

এদিকে এ ঘটনায় সচিবালয় ও এর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সারাবাংলা/ জেআর/ এইচআই

সচিবালয়

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর