Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত দিন

স্পেশাল করেসপডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ২৩:১৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৬:৪১

পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাপ্তাহিক সভা

ঢাকা: ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। গতবছরের এই দিনে আওয়ামী ফ্যাসিবাদীরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোটারবিহীন প্রহসনের একটি ডামি নির্বাচন দেখিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। গতবছরের এই দিনে তারা জনগণের ভোটাধিকার হাইজ্যাক করে মৌলিক ও মানবাধিকার কেড়ে নিয়েছিল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইউনুছ আহমাদ বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জুলাই বিপ্লবের পর দেশে আর কোনো কালো অধ্যায় যাতে তৈরি না হয়, সে জন্য সংস্কার সম্পন্ন করতে হবে। জুলাই বিপ্লব পরবর্তী দেশের মানুষ দলীয় পরিচয়ে নয়, নাগরিক পরিচয়ে সকল সরকারি, বেসরকারি অফিস-আদালত, নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চায়।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শহিদুল ইসলাম কবির প্রমুখ।

সারাবাংলা/এজেড/ এইচআই

৭ জানুয়ারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ইসলামী আন্দোলন

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর