মেহেরপুর: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগরে ট্রাকচাপায় শিপন আলী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের খালাতো ভাই খোকন (২৩)।
বুধবার (৮ জানুয়ারী ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন আলী গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিপন আলী ও তার খালাতো ভাই খোকন মোটরসাইকেলে গাংনী থেকে বামন্দির দিকে যাচ্ছিলেন। পথে ওলিনগর পৌঁছালে দ্রুতগতির একটি সবজি বোঝাই ট্রাক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন খোকন। তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।