Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ০৯:০৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১১:২৪

চারদিক ছেয়ে আছে ঘন কুয়াশায়। ছবি: সারাবাংলা

যশোর: শীত কুয়াশায় বিপর্যস্ত যশোরের জনজীবন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাপমাত্রার পারদ নেমেছে ১১ দশমিক ২ ডিগ্রিতে। যা বুধবারের তুলনায় ১ দশমিক ৬ ডিগ্রি কম।

ভোর থেকে কিছুটা কুয়াশা ছিল কোথাও কোথাও। ফলে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে। তবে সকালেই সূর্য উঠেছে আকাশে। তবে বাতাসের দাপট গতকালে চেয়ে কিছুটা কম।

কুয়াশার চাদরে মুড়ে আছে যশোর। ছবি: সারাবাংলা

বুধবার (৮ জানুয়ারি) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। সারা দেশে এটাই ছিল সর্বনিম্ন তাপমাত্রা। যদিও যশোরে দিনভর রোদ ছিল তবে বাতাস থাকায় শীত অনুভূত হয়েছে বেশী।

এদিকে তাপমাত্রা কমলেও থেমে নেই মানুষের কাজকর্ম। ফলে শীত উপেক্ষা করেই সকাল থেকে বেরিয়ে পড়েছে কর্মজীবী মানুষ। তবে দু একদিন পর পর শীত বাড়ছে আবার কমছে। এতে মানুষের জীবনযাত্রার ওপর প্রভাব পড়ছে। বিশেষ করে চলতি মাসের ৫ তারিখে যেখানে তাপমাত্রা নেমে এসেছিল ১০ দশমিক ৬ ডিগ্রিতে, সেখানে গতকাল ছিল ১২ দশমিক ৮, আবার আজ ১১ দশমিক ২ ডিগ্রি। এই উঠা নামার কারণে মানুষের সমস্যা বেশি হচ্ছে বলে জানান সাধারণ ও শ্রমজীবী মানুষ।

যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি। এ অবস্থা দুয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এমপি

কুয়াশা যশোর সর্বনিম্ন তাপমাত্রা

বিজ্ঞাপন

তরমুজের এত গুণ!
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২৭

অভিনয়ে ফিরলেন জনি ডেপ
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর