জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২২:০১
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২২:০১
শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জাজিরা থানা ভবনের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আল আমিনের বাড়ি বরিশালের মুলাদী এলাকায়। তিনি গত ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় ওসি হিসেবে যোগ দেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম। তিনি জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম বলেন, আল আমিন আত্মহত্যা করেছেন।
সারাবাংলা/এসআর