Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার বিপক্ষে ফাইনালে কেউ ফেভারিট নয়: আনচেলত্তি


১১ জানুয়ারি ২০২৫ ১৩:০২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৩:০৬

কার্লো আনচেলত্তি

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কাকে হারিয়ে ফাইনালে উঠে গেছেন তারা। সৌদিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৩ জানুয়ারির ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে মাঠে নামার আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, এই ফাইনালে কেউই ফেভারিট না।

গত মৌসুমের সুপার কাপের ফাইনালেও রিয়ালের প্রতিপক্ষ ছিল বার্সা। সেবার কাতালানদের ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। তবে এবারের মৌসুমের প্রথম ক্লাসিকোতে বার্সার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল।

বিজ্ঞাপন

বার্সার বিপক্ষে আবারও মাঠে নামার আগে আনচেলত্তি বলছেন, আগের ম্যাচের সেই বাজে পারফরম্যান্স এখন আর ধর্তব্যের বিষয় না, ‘সাম্প্রতিক সময়ে ক্লাসিকোর ম্যাচগুলো আনপ্রেডিক্টেবল হচ্ছে। কিছু ম্যাচ আমরা সহজেই জিতেছি। যেমন গত বছর সুপার কাপে ৪-১ গোলে জিতেছিলাম। বার্সার মাঠে আমরা দুইবার ৪-০ গোলে জিতেছি। তারাও শেষ ম্যাচে আমাদের ৪-০ গোলে হারিয়েছে।’

বার্সার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে বলেই বিশ্বাস আনচেলত্তির, ‘বার্সার বিপক্ষে ম্যাচটা কেমন হবে বলা কঠিন। লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এটা নিশ্চিত। দুই দলই মানসম্মত ফুটবল খেলবে। আমরা অবশ্যই বার্সেলোনার চেয়ে ভালোভাবে শেষ করতে চাইব।’

সুপার কাপে রেকর্ড ১৪ বার শিরোপা জিতেছে বার্সা। রিয়াল জিতেছে ১৩ বার। মায়োর্কার বিপক্ষে ম্যাচের ভুল পেছনে ফেলে ফাইনাল জিতে বার্সাকে ছুঁতে চান আনচেলত্তি, ‘আমরা খুব ভালোভাবে ম্যাচটা শুরু করেছিলাম। তবে সময়ের সাথে কঠিন হয়ে উঠেছে। তাদের রক্ষণটা দুর্দান্ত ছিল। আমাদের অনেকবার সমস্যায় পড়তে হয়েছে। আশা করি সামনের ম্যাচে আমরা আরও ভালো খেলেই শিরোপা জিতব।’

বিজ্ঞাপন

কার্লো আনচেলত্তি ফাইনাল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সুপার কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর