ছবিতে ভয়াবহ দাবানল
পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পুড়ছে প্রাণ-প্রকৃতি
সারাবাংলা ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫ ০০:০৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১১:৩৬
১২ জানুয়ারি ২০২৫ ০০:০৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১১:৩৬
লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এরকম দাবানল আর একটাও ঘটেনি। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয়-সম্পত্তি। ছবি: প্যাট্রিক ফ্যালন (সংগৃহীত)
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে ১ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দমকলকর্মীরা এখনো আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে প্রবল বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। টানা পাঁচ দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময়ে বিভিন্ন ফটোগ্রাফারের তোলা ছবিতে দাবানলের ভয়াবহ রূপ সারা বিশ্ব দেখেছে। সারাবাংলার আজকের আয়োজনে সংগৃহীত সে সব ছবিই তুলে ধরা হয়েছে।
- জ্বলন্ত ঘরবাড়ি থেকে ধোঁয়া ওঠছে। ছবি: টিফানি (সংগৃহীত)
- আগুনে সম্পূর্ণরূপে পুড়ে গেছে একটি বাড়ি। ছবি: রবিন (সংগৃহীত)
- থিয়েটার প্যালিসেডসে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। ছবি: অপু (সংগৃহীত)
- নিরাপদ আশ্রয়ে ছুটছেন স্থানীয়রা। ছবি: ব্লুমবার্গ (সংগৃহীত)
- ইটন ক্যানিয়নের কাছে বাতাস আগুন ছড়িয়ে দিচ্ছে। ছবি: ভেগ (সংগৃহীত)
- আগুনে পুড়ে গেছে প্যাসিফিক প্যালিসেডসের বনভূমির পাহাড়। ছবি: ব্রায়ান ভ্যান ডের (সংগৃহীত)
- হাজার হাজার মানুষ গাড়িতে করে শহর ছেড়ে চলে গেছে। ছবি: আনাদোলু (সংগৃহীত)
- প্যাসিফিক প্যালিসেডসের রাস্তাঘাট আগুনে ঢেকে গেছে। ছবি: জে এল. (সংগৃহীত)
- যদিও বাতাসের গতি কমে গেছে, তবুও ঝুঁকিপূর্ণ অগ্নিকাণ্ডের পরিস্থিতি রয়ে গেছে। ছবি: জেনারো (সংগৃহীত)যদিও বাতাসের গতি কমে গেছে, তবুও ঝুঁকিপূর্ণ অগ্নিকাণ্ডের পরিস্থিতি রয়ে গেছে। ছবি: জেনারো (সংগৃহীত)
সারাবাংলা/এইচআই/পিটিএম