Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ০৯:৪৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৮:১৫

নিয়ন্ত্রণে এসছে তেজগাঁওয়ের আগুন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিজ্ঞাপন

তবে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এই কর্মকর্তা।

সারাবাংলা/ইউজে/এমপি/ইআ

আগুন নিয়ন্ত্রণে আগুন রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর