বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ভটভটি চালক পালিয়ে যায়। স্থানীয়রা ভটভটিতে আগুন দেয়।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর-পালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিজানুর রহমান নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালু উপজেলার নারহট্ট শাখার অফিসার পদে কর্মরত ছিলেন।
সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ওমরপুর-তালোড়া সড়কের পালি-ভুস্কুরে পৌঁছলে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।