সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ড পুনঃতদন্ত ও সুষ্ঠু বিচারে বিশেষ কমিটি গঠনের দাবি
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০৯
ঢাকা: একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে পুনঃতদন্ত ও সুষ্ঠু বিচারে বিশেষ কমিটি গঠনের দাবি জানিয়েছেন সাংবাদিক ও রাজনৈতি নেতারা।
তারা বলেছেন, একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়েছে। অথচ সাংবাদিক হত্যা ও নির্যাতনের পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষক ও অর্থদাতাসহ অন্যান্যরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংবাদিক মানিক সাহার সুহৃদদের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তারা।
উল্লেখ্য, ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে দুর্বৃত্তদের বোমা হামলায় মানিক সাহা নিহত হন।
সিনিয়র সাংবাদিক আশীষ কুমার দে’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী সোহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও সাবেক নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ, সাংস্কৃতিক সংগঠক পুলক রাহা, বাপার যুগ্ম সম্পাদক মো. নূর আলম শেখ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ ও সাবেক নির্বাহী সদস্য সুশান্ত সাহা, হকার্স নেতা সেকান্দার হায়াৎ, সাংবাদিক সমীরণ রায় প্রমুখ।
সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মানিক সাহা নিজেও জানতেন যে, তিনি যেভাবে সত্যের সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছেন, তার উপর আক্রমণ আসবে। তবে তিনি কখনোই মৃত্যুর ভয়ে ভীত ছিলেন না। যারা মানিক সাহার মতো সাংবাদিকদের হত্যা করে তারা সত্যের শত্রু।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত ১৬ বছরের সকল গুম-খুনের বিচারের ঘোষণা দিয়েছে। আমরা অবশ্যই এই উদ্যোদের সঙ্গে একমত। তবে শুধু ১৬ বছরের করলেই হবে না। এর আগের সরকারের আমলের সকল হত্যা ও অপরাধেরও বিচার করতে হবে।
মানিক সাহা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করতে সরকারের নীতি-নির্ধারকদের হস্তক্ষেপ দাবি করে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, মানিক সাহা আমৃত্যু জনমুখী সাংবাদিকতা করেছেন, মুক্তিযুদ্ধ ও সমতার পক্ষে আপোষহীন ছিলেন। অথচ তার হত্যাকাণ্ড মামলার বিচারের নামে প্রহসন করা হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে চাঞ্চল্যকর ওই মামলার পুনঃতদন্ত করতে হবে।
সাংবাদিক নেতা খায়রুজ্জামান কামাল বলেন, সাংবাদিক হত্যার কোন বিচার হবে না, এমনই অলিখিত নিয়ম চালু হয়েছে। শুধু মানিক সাহা নয়, সাগর-রুনিসহ অন্যান্য সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার হয়নি। এখনো সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। যে কারণে সুস্থ সাংবাদিকতা বাধাগ্রস্থ হচ্ছে। সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি।
সাংবাদিক হত্যাকান্ডের বিচারে বিশেষ কমিটি গঠনের আহবান জানিয়ে আইনজীবী নেতা হাসান তারিক বলেন, আইন অন্যায্য হলে সুষ্ঠু বিচার অসম্ভব। মানিক সাহাসহ অনান্য সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের পেছনে আইনের সীবাবদ্ধতা ও সঠিক প্রয়োগের অভাবই দায়ী। বর্বর ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সারাবাংলা/এএইচএইচ/আরএস
সাংবাদিক মানিক সাহা হত্যার মূল পরিকল্পনাকারীদের বিচার হবে কবে?