Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল ভর্তি পরীক্ষায় যেভাবে প্রথম খুলনার সুশোভন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ২১:৪০

খুলনা: খুলনা মহানগরীর আজিজের মোড় এলাকার বাসিন্দা সুশোভন বাছাড়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯০ দশমিক ৭৬ পেয়ে প্রথম হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকে তার বাড়িতে আনন্দের বন্যা বইছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সুশোভন বাছাড়ের বাবা সুভাস চন্দ্র বাছাড় খুলনার টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। মা বন্দনা সেন একজন গৃহিণী। সে ২০২২ সালে খুলনার টি এ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন।

বিজ্ঞাপন

সুশোভন বলেন, ‘সর্বপ্রথম আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আমার মা-বাবাসহ সকলের অনুপ্রেরণায় আজ আমি এই সফলতায় পৌঁছাতে পেরেছি। আমি কোন সময় ঘণ্টা মেপে পড়াশোনা করতাম না। আমি সব সময় একটি টার্গেট নিয়ে পড়তাম। সে অনুযায়ী পড়া সাজিয়ে ফেলতাম। সেভাবেই আমি পড়া শেষ করতাম।’

তিনি বলেন, ‘আমি দেশের সকল মানুষের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থী। যাতে আমার ডাক্তার হওয়ার পথে তারা যেন সবসময় আমাকে আশীর্বাদ করেন। যাতে আমার বিপদমুক্তি হয়। যাতে আমি একজন ভালো ডাক্তার হিসেবে, ভালো মানুষ হিসেবে এই দেশটাকে সুন্দরভাবে গড়ার কাজে অবদান রাখতে পারি।’

সুশোভনের বাবা সুভাস চন্দ্র বাছাড় বলেন, ‘আমার ছেলে অনেক কষ্ট করে বাড়িতে পড়েই পরীক্ষা দিয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশে প্রথম হওয়ায় আমি ও আমার পরিবার খুবই আনন্দিত। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আমাদের বাড়িতে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসছেন।’

উল্লেখ্য, শুক্রবার (১৭ জানুয়ারি) সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

খুলনা প্রথম খুলনার সুশোভন ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর