Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি-এনএসআইয়ের পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ২০:৩৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২২:৩৯

গ্রেফতারকৃত দুইজন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের মিথ্যা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মিথ্যা পরিচয় ব্যবহার করেও প্রতারণা করতো বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নগরীর লালদিঘীর পাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার কোতোয়ালী থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতার দুজন হলেন— মো. জুম্মান (৩০) ও মো. ফিরোজ (২০)। তারা নগরীর খুলশী থানার সেগুনবাগান এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ওয়াকিটকির ভগ্নাংশ, নগদ ১৮ হাজার ৭০০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘একটি ভাঙ্গা ওয়াকিটকি দেখিয়ে তারা নিজেদের কখনো ডিবি সদস্য, কখনো এনএসআইয়ের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করত। দীর্ঘদিন ধরে তারা কোতোয়ালী থানা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও লোকজনকে মামলা করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। গোপন তথ্যর ভিত্তিতে একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।’

সারাবাংলা/আইসি/এইচআই

গোয়েন্দা শাখা চট্টগ্রাম প্রতারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর