Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১২:৩৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:০৪

আধিপত্য বিস্তারকে ঘিরে দুইজন নিহত।

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংবাদ লেখার সময় পর্যন্ত সংঘর্ষ চলছিল।

নিহত আলমগীর হোসেন (১৯) বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রোববার সকালে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেন নামের একজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দলগতভাবে বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করার জন্য সেটিকে আধিপত্য বিস্তার নয় বলেও দাবি করেন নিহতের স্বজনরা।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেলিনা আক্তার জানান, সকালে আমাদের হাসপাতালে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। এর মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই। আমরা পুলিশে খবর দিয়েছি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ীতে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন, পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

আধিপত্য বিস্তার নিহত সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর