Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা চাই আপনারা নিরপেক্ষ থাকবেন’

স্পেশাল করেসপডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আপনাদের কাছে যেটা চাই, সেটা হলো- আপনারা নিরপেক্ষ থাকবেন। সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন এ দেশে অবশ্যই হবে। সে নির্বাচনটি হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনের ব্যবস্থা করবে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, এতে আপত্তি নেই বরং আনন্দিত হব। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে, রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাব। তারা তাদের নতুন চিন্তা-ভাবনা নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে— এটা ভালো উদ্যোগ। কিন্তু, সরকারে থেকে যদি দল গঠন করে, সেটা এ দেশের মানুষ মেনে নেবে না।’

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দল করবেন, করেন। আমরা আপনাদের স্বাগত জানাব, সহযোগিতা করব। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। শুধু আপনাদের এই অনুরোধটুকু জানাব, আপনারা অযথা সংঘাতমূলক কোনো কথা-বার্তা রাজনীতির মধ্যে আনবেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘১৫ বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ১৫ বছরে আমাদের বহু লোক মারা গেছে। জুলাই আন্দোলনে আমাদের ৪২৬ ছাত্র, নেতাকর্মী নিহত হয়েছেন। এসব বিষয় খাটো করে দেখবেন না। পরস্পরের প্রতি সম্মান-শ্রদ্ধা রেখে কথা বলবেন।’

সারাবাংলা/এজেড/এইচআই

বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর