Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় শেখ হাসিনার ‘ঘৃণা স্তম্ভ’ ডাস্টবিন

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

ঢাকা: ২৪-এর গণআন্দোলনকে হৃদয়ে ধারণ করে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। মেলায় এবার রয়েছে জুলাই চত্বর। বইমেলা ঘুরে দেখা যায়, সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্লোগানে বেশ কিছু প্রতীকী ছবি দিয়ে বানানো ফেসটুন।

এবারের মেলায় নতুন যুক্ত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল। তাদের তরফেই স্টলের পাশে বসানো হয়েছে একটি ডাস্টবিন। সেই ডাস্টবিনে গায়ে সাঁটানো রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত মুখের ছবি। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন মেট্রোরেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঘৃণা স্তম্ভ’র ছবি।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, সেই ডাস্টবিনকে ঘিরে রয়েছে দর্শনার্থীদের উৎসব। কেউ সেলফি তুলছেন। কেউ ময়লা টিস্যু ফেলছেন। কেউ উচ্ছিষ্ট বোতল ফেলছেন। কেউ আবার ডাস্টবিনকে নিয়ে ব্যাঙ্গ করছেন।

কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তামিমের সঙ্গে। তিনি বলেন, ‘আসলে আমাদের দেশকে আইনবহির্ভূতভাবে ১৭ বছর দখল করে রেখেছিল স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। এবং ক্ষমতায় থাকার জন্য সে আমাদের অনেক ভাই-বোনকে হত্যা করেছে। তার কোনো বিচার হয়নি এই মাটিতে। কিন্তু তাকে আমরা ঘৃণা করি। সেই ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবেই আমি এই ডাস্টবিনে ময়লা ফেলেছি।’

বইমেলায় ঘুরতে আসা আর এক তরুণ গিয়াসউদ্দিন বলেন, ‘আমি ফেসবুকে দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন। সেটা দেখে আমি বইমেলায় আসছি এই ডাস্টবিন খুঁজতে। তার জন্য মুগ্ধ মারা গেছে, সে আবু সাঈদের হত্যাকারী। তার সাজা আমি দেখতে চেয়েছি। কিন্তু সেতো দেশে নাই। ভারতে বসেই সে দেখুক যে, আমরা তাকে ঘৃণা করছি। এজন্যই এই ডাস্টবিনে আমি ময়লা আবর্জনা ফেলেছি।’

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিয়া বিনতে রহমান বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকারের প্রতি ঘৃণার প্রকাশ হিসেবেই এই ডাস্টবিন। আমাদের এত ভাই-বোন শহিদ হয়েছেন। অনেকেই আহত অবস্থায় আছেন। সবাই যেনো হাসিনার প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে। তার জন্যই এই ব্যবস্থা।’

উল্লেখ, শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ডাস্টবিনে পাঁচটি ছবি পোস্ট করেন। এর একটি ছবিতে দেখা যায়, সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন তিনি। সেই ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনা চলছে এই ‘ঘৃণা স্তম্ভ’ ডাস্টবিন ঘিরে।

সারাবাংলা/এফএন

‘ঘৃণা স্তম্ভ’ ডাস্টবিন বইমেলা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর