রাকসু নির্বাচনের তফসিল চায় শিক্ষার্থীরা
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৩
রাবি: ফেব্রুয়ারির মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান সংগঠনটির সদস্য সচিব আমানুল্লাহ খান আমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত ৫ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন সময়ে ৫-৬ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন। তার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে রাকসুর তফসিল ঘোষণার জন্য আমরা রাকসু আন্দোলন মঞ্চ থেকে জোর দাবি জানাচ্ছি।’
‘অন্যান্য রাজনৈতিক দলগুলো রাকসু চায় কি না’ এমন প্রশ্নের জবাবে আমানুল্লাহ খান বলেন, আওয়ামী আমলেও ছাত্রদল, ছাত্র গণ মঞ্চ, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন আমরা সবাই রাকসু গঠনের জন্য ঐক্যমত পোষণ করেছিলাম। যারা রাকসু নির্বাচনের বিরোধিতা করবে তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য শিক্ষার্থীরা প্রস্তুত আছে।
তিনি আরও বলেন, রাকসু কার্যকর না থাকায় দেশে রাজনৈতিক নেতৃত্বে যে সংকট তৈরি হয়েছে তা দূর করতে ছাত্র সংসদ কার্যকরের বিকল্প নেই। জুলাই অভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্ব বিকাশের যে সুযোগ তৈরি হয়েছে সেখানে ছাত্র সংসদ জোরালো ভূমিকা পালন করবে।
‘ফেব্রুয়ারির মধ্যে যদি তফসিল ঘোষণা না হয় তাহলে তাদের অবস্থান কি হবে’ এমন প্রশ্নের জবাবে আমানুল্লাহ খান বলেন, আগামী শুক্রবার আমরা বুদ্ধিজীবী চত্ত্বরে রাকসু বিষয়ক একটি কর্মশালা আয়োজন করব। এর আগে আমরা প্রতিটি হলের প্রত্যেক কক্ষে রাকসুর তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করব। এভাবে পর্যায়ক্রমে আমরা রাকসুর দাবিতে বিভিন্ন কর্মসূচির মধ্যেই থাকব।
সংবাদ সম্মেলনে আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান সজীব বলেন, বিগত দিনে আমরা দেখেছি শিক্ষার্থীদের দাবি থাকলেও ক্ষমতাসীন দল রাকসু কার্যকরের বিপক্ষে ছিল। ইতোমধ্যে, রাষ্ট্রীয় পর্যায়েও বিভিন্ন দলের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। কোনোভাবে নির্বাচন হয়ে গেলে আমরা নিশ্চিত আর কোনোদিন রাকসু কার্যকর করা সম্ভব হবে না। এমন পরিস্থিতিতে রাকসু কার্যকর করার এখনই সঠিক সময়।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৩ ডিসেম্বরে গঠিত হয় রাকসু আন্দোলন মঞ্চ। সংগঠনটি গঠনের পরেই রাকসুর দাবিতে ও শিক্ষার্থীদের রাকসু সম্পর্কে জানাতে মানববন্ধন, লিফলেট বিতরণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
সারাবাংলা/এসআর