সরকারি কর্মচারীদের তথ্য হালনাগাদ করতে প্রজ্ঞাপন
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৬
ঢাকা: সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) যুগ্মসচিব মো. তৌফিক ইমাম সই করা এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (GEMS) আওতায় সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে চাকরি সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে জটিলতা সৃষ্টি হচ্ছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিতে অন্তর্ভুক্ত সকল কর্মকর্তাকে সম্প্রতি তোলা ছবি (ছয় মাসের উর্ধ্বে নয়), পদায়ন, পদোন্নতি, শিক্ষা সংশ্লিষ্ট তথ্যাদি, মোবাইল নম্বর, ই-মেইল আইডিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য GEMS-এ হালনাগাদ করার জন্য পুনরায় অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, যে সকল কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না, তাদের পদোন্নতি বা পদায়নে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিলম্ব বা জটিলতার সৃষ্টি হতে পারে। বর্ণিত তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয় প্রজ্ঞাপনে।
সারাবাংলা/জেআর/এইচআই