Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াটসঅ্যাপে আপত্তিকর মন্তব্য করায় যুক্তরাজ্যের মন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৯ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০২

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুয়েন। ছবি: রয়টার্স

হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ায় যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে (৫০) বরখাস্ত করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দেন।

যুক্তরাজ্যের দ্য মেইল পত্রিকা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্ড্রু গুয়েনের দেওয়া বার্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে গেল রোববার। এরপরই শনিবার তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

এদিকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ার অপরাধে ক্ষমা চেয়েছেন অ্যান্ড্রু গুয়েন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘আমি আমার মন্তব্যের জন্য গভীরভাবে অনুতপ্ত। আমি আমার অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী।’

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানায়, অ্যান্ড্রু গুয়েনের বিরুদ্ধে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণবাদী ও যৌন উত্তেজক বার্তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

হোয়াটসঅ্যাপে গ্রুপে একটি বার্তায় লিখেছেন, তিনি আশা করেছিলেন তাকে ভোট না দেওয়া একজন পেনশনভোগী নারী আগামী নির্বাচনের আগেই মারা যাবেন। এছাড়া তার বিরুদ্ধে ইহুদীবিদ্বেষ ও উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনা রায়নারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর