Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন ছাত্র আন্দোলনে আহত দীপঙ্কর

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শ্রী দীপঙ্কর বালা। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত শ্রী দীপঙ্কর বালাকে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৯ ফেব্ররুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দীপঙ্করকে ব্যাংকক পাঠানো হয়। এদিন রাতে স্বাস্থ্য মন্ত্রণালযের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আহত শ্রী দীপঙ্কর বালা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পায়ে গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার আহত আরও পাঁচজনকে চিকিৎসার জন্য ব্যাংকক পাঠানো হবে। আহতরা সকাল সাড়ে ৮টায় বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

চিকিৎসা ছাত্র আন্দোলন থাইল্যান্ড

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর