লা লিগা
সেভিয়াকে উড়িয়ে দিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলল বার্সা
১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৯ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২
রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ ড্রয়ে সবচেয়ে বেশি লাভ হয়েছিল তাদেরই। নিজেদের ম্যাচে জিতলেই শিরোপা লড়াই আরও জমিয়ে তোলার সুযোগ তৈরি হয়েছিল বার্সেলোনার সামনে। সেভিয়ার বিপক্ষে বার্সা সেই কাজটা করল দুর্দান্তভাবেই। সেভিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে লা লিগার শিরোপা লড়াই আরও জমজমাট করে তুলল কাতালানরা।
সেভিয়ার মাঠে পুরোটা সময়জুড়েই দাপট ছিল বার্সার। ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় লিড পায় কাতালানরা। মার্টিনেজের অ্যাসিস্টে বল পেয়ে দলকে লিড এনে দেন রবার্ট লেভানডস্কি। সেই লিড অবশ্য এক মিনিটও ধরে রাখতে পারেনি বার্সা। পরের মিনিটেই গোল করে সেভিয়াকে ম্যাচে ফেরান ভারগাস।
১৫ মিনিটে পেনাল্টির জোরালো আবেদন করেও রেফারির সাড়া পায়নি সেভিয়া। প্রথমার্ধে আর তেমন কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি দুই দলেরই কেউই। ১-১ এ সমতা নিয়েই হাফ টাইমে যায় বার্সা-সেভিয়া।
দ্বিতীয়ার্ধের পুরোটাই নিয়ন্ত্রণ করেছে বার্সা। ৪৬ মিনিটে পেদ্রির বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন ফিরমিন লোপেজ। ৪৮ মিনিটে আবার সমতা ফিরিয়েছিল সেভিয়া, তবে ভারগাসের গোল এবার অফসাইডের জন্য বাতিল হয়।
৫৫ মিনিটে বার্সার হয়ে গোল পান রাফিনহা, দল এগিয়ে যায় ৩-১ এ। এই গোলে অ্যাসিস্ট ছিল পাউ কুবারসির। ৬২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লোপেজ। সেভিয়া অবশ্য বাড়তি ফুটবলারের ফায়দা নিতে পারেনি। ৮৯ মিনিটে বার্সার হয়ে চতুর্থ গোল করে জয় নিশ্চিত করেন এরিক গার্সিয়া।
শেষ পর্যন্ত ৪-১ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল কাতালানরা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
সারাবাংলা/এফএম