‘বসন্ত এসে গেছে’
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৯
ঢাকা: শীতের ঘন কুয়াশা কাটিয়ে ওঠছে প্রকৃতি। দিন গড়ালেই দেখা মিলছে সূর্যের আলোকচ্ছটার। গাছের শুষ্ক মড়চে ধরা পাতাগুলো ঝরে পড়েছিল কিছুদিন আগেই। কিন্তু এখন ডালে ডালে দেখা যাচ্ছে নতুন কচি পাতার। সেইসঙ্গে আম্রমুকুলের ঘ্রাণ। বাগানে নানা রঙের ফুলের সমারোহ। মাঝেমধ্যে ভেসে আসছে কুকিলের কুহু ডাক। এ সবকিছুই যেন জানান দিচ্ছে- প্রকৃতিতে বসন্ত এসে গেছে।
![](https://sarabangla.net/wp-content/uploads/2025/02/spring.jpg)
গাছে গাছে রঙ বেরঙের ফুল জানান দেয় বসন্তের আগমন। ছবি: সারাবাংলা
প্রকৃতিতে এখন চলছে শীতের বিদায়ের রাগিনী। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে প্রস্তুত বাঙালি। রাজধানীর বুটিকস হাউসগুলোতে দেখা মেললো হরেক ডিজাইনের রঙ-বাহারী পোষাকের। ছোটো-বড় সবার জন্য রং-বেরঙের পোশাকে দোকনগুলো যেন রঙিন সাজে সেজে ওঠেছে।
![](https://sarabangla.net/wp-content/uploads/2025/02/spring-3.jpg)
পোশাকের দোকানগুলোতে বসন্তের রঙের ছোঁয়া। ছবি: সারাবাংলা
কথা হয় আজিজ সুপার মার্কেটের ‘দেশীয়া’ বুটিকস বিক্রেতা ঋত্তিকার সঙ্গে। সারাবাংলা তিনি বলেন, ‘বাংলা ঋতুর সঙ্গে তাল মিলিয়ে আমাদের কালেকশন থাকে সবসময়। বসন্তকে কেন্দ্র করেও আমাদের অনেক কালেকশন রয়েছে। এরমধ্যে থ্রী-পিস, পাঞ্জাবি, ছোটোদের জন্যও থ্রী-পিস, লেহাঙ্গা রয়েছে। আছে ওয়ান স্টিচ কাপড়। এ ছাড়া এখন অনেকে কম্বো আইটেম খোঁজেন, অর্থাৎ মা মেয়ে কম্বো বা থ্রী কম্বো। এগুলো মাথায় রেখেই আমাদের দোকানগুলোতে বিভিন্ন কালেকশন আনা হয়েছে। ইতোমধ্যেই অনেক পোশাক বিক্রি হয়ে গেছে। তবে, কিছু ক্রেতা আছেন, বসন্তের পরে হলেও বাসন্তি পোশাক কিনতে আসেন। তাই বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।’
পোষাক কিনতে এসেছেন বাড্ডা থেকে সুইটি মিনালা। তিনি বলেন, ‘আসলে ১৪ ফেব্রুয়ারি বসন্ত ও ভালোবাসা দিবস দুটোই। আমি তাই লাল ও বাসন্তি মিশ্রণে শাড়ি কিনব আমার জন্য। আর আমার ভালোবাসার মানুষের জন্যও বাসন্তি ও লাল রংয়ের মিশ্রণে পাঞ্জাবি কিনব। এটা পরে বসন্ত বরণ উৎসব উদযাপন করব।’
ফুল বিক্রেতার দোকানেও হরেক রঙের ফুল। স্টার, গোলাপ, গাঁদা, জারবেরা, কাঠ গোলাপ ফুলের সংগ্রহ রয়েছে দোকানগুলোতে।
শাহবাগের ফুল বিক্রেতা জাহাঙ্গীর আলম জানান, ‘বসন্তের আগের দিনটাতেই ফুল বেশি বিক্রি হয়। আবার ১৪ তারিখেও বিক্রি হয়। মানুষ আমাদের কাছ থেকে ফুল কিনে, আবার ফুলের মালা কিনে বসন্ত উৎসবে যায়। এই দুইদিনে ফুলের ব্যবসা জমে উঠে।’
![](https://sarabangla.net/wp-content/uploads/2025/02/spring-1.jpg)
ফুলের দোকানগুলোতে এসেছে নানান রঙের ফুল। ছবি: সারাবাংলা
বাংলা ঋতুগুলোর মধ্যে বসন্ত ঋতুটিই যেন বাঙালির সবচেয়ে পছন্দের। এ দিন প্রকৃতির রকমারি ফুল দিয়ে খোঁপার গড়ন, সঙ্গে বাসন্তি রঙের পোশাকে সেজে উৎসবে মেতে উঠেন সবাই। পুরুষরাও হলুদ পাঞ্জাবি বা ফতুয়া পরেন। অর্থাৎ প্রকৃতির সঙ্গে মিল দেখা যায় সাজ পোশাকে। সবকিছু মিলে বসন্তকে বরণ করে নিতে প্রস্তুত বাঙালি।
সারাবাংলা/এফএন/এমপি