Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসন্ত আর ভালোবাসায় উচ্ছ্বসিত কক্সবাজারের পর্যটক

ওমর ফারুক হিরু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৮ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১

মেরিন ড্রাইভের সড়কে পলাশ ফুলের সমারোহ। ছবি: সারাবাংলা

কক্সবাজার: বিশ্ব ভালবাসা দিবসের সঙ্গে যুক্ত হয়েছে পহেলা বসন্ত। আর সপ্তাহের হিসেবে আজ শুক্রবার, ছুটির দিন। সবমিলিয়ে এখন পর্যটকের ঢল কক্সবাজারে। তারমধ্যে বাড়তি আর্কষণ তৈরি করেছে পশাল ফুল। যা ছেয়ে গেছে মেরিন ড্রাইভের সড়ক।

গাছের ফুলের সৌন্দর্যের সঙ্গে মাটিতে ঝরে পড়া পলাশ তৈরি করেছে এক রঙিন চাদর। এ ছাড়া বিশাল সমুদ্রের ঢেউ। এ যেন প্রকৃতিক সৌন্দর্যের অনন্য আধার।

সড়কে পড়ে থাকা পলাশ ফুল। ছবি: সারাবাংলা

কক্সবাজার পর্যটন স্পটে ভ্রমণ করে দিনটাকে স্মরণীয় করে রাখতে বেড়াতে আসা পর্যটকরা। প্রকৃতির এমন সৌন্দর্য ভ্রমন পিপাসুদের কাছে বাড়তি আনন্দের। তারা বলছেন ভালবাসা যেন শুধু আজকের দিনে সীমাবদ্ধ না থেকে বেঁচে থাকুক সারাজীবন।

বেড়াতে আসা পর্যটক সাইফুল ইসলাম রাব্বী জানান, নতুন বউকে নিয়ে ভালবাসা দিবস উদযাপনে এসেছেন। সমুদ্র সৈকতের পাশাপাশি অসাধরণ লেগেছে মেরিন ড্রাইভ সড়কে পলাশ ফুলের দৃশ্য। এ যেন ভালবাসা দিবসকে স্বাগত জানানো হচ্ছে। এই অপরূপ সৌন্দর্যকে সামনে রেখে প্রিয় মানুষকে ভালবাসা প্রকাশের আনন্দ অন্যরকম।

রুবিনা ইয়াছমিন নামে আরেক পর্যটক জানান, ভালবাসা শুধুমাত্র দিবস অনুযায়ী উদযাপনের বিষয় নয়। এই ভালবাসা যেন সারা জীবনের জন্য থাকে। ভালবাসা স্বামী বা প্রিয় মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ভালবাসা মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশিসহ সব শ্রেণী-পেশার মানুষের জন্য।

ঘুরতে আসা পর্যটকেরা ছবি তুলছেন। ছবি: সারাবাংলা

মেরিন ড্রাইভ সড়কের ইকো রিসোর্ট ‘মুন নেস্টের’ মালিক মোহাম্মদ জহিরুল হক চৌধুরী জানান, ভালোবাসা দিবস উপলক্ষে পর্যটকদের জন্য ক্যান্ডেল লাইট ডিনার, রুমে কাঁচা ফুলের ডেকোরেশনসহ নানা আয়োকজন করা হয়েছে। রয়েছে ইট-কংক্রিটের যান্ত্রিক জীবন থেকে মুক্তি দিয়ে প্রকৃতির নির্যাস উপহার দেওয়া।

বিজ্ঞাপন

বৃহত্তর বীচ ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রহমান জানান, একদিকে বিশ্ব ভালবাসা দিবস অন্যদিকে ছুটির দিন। সবমিলে কয়েক লাখ পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজারে। এ দিবসকে কেন্দ্র করে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্বরত টুরিস্ট পুলিশের এসআই সুব্রত জানান, ভালবাসা দিবস উপলক্ষে পর্যটকের চাপ রয়েছে। বেড়াতে আসা পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলোতে টুরিস্ট পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার রেখেছে। পর্যটকদের সঙ্গে যে কোন ধরণের অপ্রিতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভালসাবা দিবস উপলক্ষে সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল-রিসোর্টের মধ্যে প্রায় ৮০ ভাগ রুম বুকিং হয়ে গেছে। সকলের প্রত্যাশা পর্যটকরা যেন নিরাপদ ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারে।

সারাবাংলা/এমপি

কক্সবাজার বসন্ত সমুদ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর