Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার আহসান মঞ্জিলে সুফি ফেস্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫০

আগামী বৃহস্পতিবার আহসান মঞ্জিলে সুফি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দিনব্যাপী এই ফেস্ট অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে থাকবে পুথি পাঠ, মুরশিদী, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মারফতি ইত্যাদি লোকসংগীত; পাশাপাশি মূল আকর্ষণে থাকবে নাফস ও কারার ব্যান্ডের কাওয়ালি পারফরম্যান্স, দ্যা সার্কেল ট্রুপ এর সুফি রাক্স (রুমি ড্যান্স) ও সুফি হাদরাসহ আকর্ষণীয় বহু অনুষঙ্গ।

বিজ্ঞাপন

সুফি ফেস্টের আয়োজক শেখ ফাহিম ফয়সাল জানিয়েছেন, শাহবাজ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সুফি ফেস্ট অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে আর্ট সেশন, মেডিটেশন সেশন, বাঁশি এবং ভায়োলিন সেশন, প্রশ্নোত্তর পর্ব, সুফি রাক্স ওয়ার্কশপ, সুফি হাদরা ওয়ার্কশপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে। এছাড়া বই, ঐতিহ্যবাহী ঢাকাই এবং নবাব বাড়ির খাবার, পোশাক, বিভিন্ন তৈজসপত্র, পারফিউম, ব্যাগ, উত্তরীয়, নানাধরণের বাদ্যযন্ত্রসহ বিচিত্র ধরনের বিভিন্ন স্টল থাকবে অনুষ্ঠানে।

বিজ্ঞাপন

দিনব্যাপী এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশবিদেশের সুফি-মাশায়েখ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন বলেও জানান ফাহিম ফয়সাল।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর আহসান মঞ্জিলে কোনো অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে প্রধানতম হলো আহসান মঞ্জিল। এই ঐতিহাসিক স্থাপনাটি অনুষ্ঠানের গুরুত্ব ও মাহাত্ম্য বৃদ্ধি করবে। যারা সুফি ফেস্টে অংশগ্রহণ করবেন তারা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

সুফি ফেস্ট মূলত চিরায়ত বাংলার সুফি মেলা। তবে এই মেলার আধুনিকায়ন করে শহরের আবহে সাজানো হয়েছে।

সারাবাংলা/এসএইচএস

সুফি ফেস্টিভ্যাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর