Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বানের সময় পানি ছাড়ি ডুবি দেয়, হামেরা বাচিমো কেমন করি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৫

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচিতে আসা কৃষক। ছবি: সারাবাংলা

নীলফামারী: ‘মুই দশ বিঘা ভুঁই আবাদ করো। এলা শ্যালো মেশিন আর কারেন দিয়া আবাদ করিবার নাগেছে। আর যখন বানের (বন্যা) সময়, তখন পানি ছাড়ি দিয়া ডুবি দেয়। আবাদ হয় না, হামেরা বাচিমো কেমন করি।’

দুই দিনব্যাপী অনুষ্ঠিত তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচিতে আসা নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি এলাকার অলিয়ার রহমান মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এভাবেই আঞ্চলিক ভাষায় মনের ক্ষোভ প্রকাশ করছিলেন।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, তিস্তার ডালিয়া ব্যারেজের পূর্ব-পশ্চিম দুই দিকে দু’টি পয়েন্ট করা হয়েছে। পয়েন্টের পূর্বদিকে অবস্থান করছে লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা। পশ্চিম দিকে অবস্থান করছে নীলফামারী জেলা বিএনপিসহ তিস্তা পারের সাধারণ মানুষ।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া অলিয়ার রহমান বলেন, ‘আগের সরকার ছিল, হামাক খালি আশায় আশায় ঘুরাইছে। কিন্তু, হামার কোনো কাজ করি দেয় নাই। এই সরকারইবা কী করছে। হামরা তো আশায় আশায় বইসা আছি। হামরা গ্রামের মানুষ কোনো কিছু বুঝি না। হামেরা চাই সঠিকভাবে আবাদ করিবার। হামেরা বুঝি না পানির আইন। বুঝি না কোনো নিয়ম কানুন। হামেরা চাই উচিত সমাধান।’

শুধু অলিয়ার রহমানই নন, তার মত হাজারো কৃষকের অভিযোগের তীর একই দিকে। সবার দাবি, তিস্তার পানির ন্যায্য হিস্যাসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং পানি সমস্যা সমাধানের স্থায়ী সমাধান।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ তিস্তা নীলফামারী ন্যায্য হিস্যা পানি

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৩৭
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২০

আরো

সম্পর্কিত খবর