লা লিগা
জন্মদিনে পাওয়া ‘লজ্জার’ প্রতিশোধ নিল বার্সা
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪১
বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তাদের মাঠেই অবিশ্বাস্য এক জয় পেয়েছিল লাস পালমাস। জন্মদিনে পাওয়া সেই লজ্জার হারের বদলাটা লাস পালমাসের মাঠেই নিল কাতালানরা। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে কয়েক ঘণ্টার জন্য শীর্ষস্থান হারানোর পর অলমো, তোরেসের গোলে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে আবার লা লিগার শীর্ষে ফিরল বার্সা।
ম্যাচের শুরু থেকেই লাস পালমাস রক্ষণভাগকে স্বস্তি দেয়নি বার্সা। ৪ মিনিটেই লিড নিতে পারত কাতালানরা। বক্সের ভেতর বল পেয়ে গোলের সুযোগ নস্ট করেছেন ফেরমিন। প্রথমার্ধের শেষের দিকে আক্রমণে গিয়েছিল লাস পালমাসও। তবে ফরোয়ার্ডরা তেমন কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। দুই দল গোল করতে ব্যর্থ হওয়ায় গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ডেডলক ভাঙে বার্সা। লামিন ইয়ামালের বাড়ানো বলে বাঁ পায়ের দারুণ এক শটে বল জালে জড়ান দানি অলমো। ৭৯ মিনিটে ম্যাচে ফিরতে পারত লাস পালমাস। স্বাগতিকদের জোরালো এক পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি।
৯৫ মিনিটে বার্সার হয়ে দ্বিতীয় গোল করেন ফেরান তোরেস। রাফিনহার অ্যাসিস্টে তোরেসের গোল বার্সার জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই বাড়ি ফিরেছে বার্সা।
এই জয়ে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
সারাবাংলা/এফএম