Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোট কারচুপির দায়ে ডিসি-এসপি গ্রেফতার হননি কেন?’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮

নীলফামারী জেলা বিএনপির সমাবেশে কথা বলেন জয়নাল আবেদিন ফারুখ। ছবি: সারাবাংলা

নীলফামারী: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, যারা ২০২৪ সালের নির্বাচনে দিনের ভোট রাতে বাক্সে ভরেছেন, সেসব ডিসি, এসপি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এখনও গ্রেফতার হননি কেন?

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নীলফামারী জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।

বিজ্ঞাপন

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম সহ জেলার বিভিন্ন উপজেলা নেতারা।

জাতীয় পার্টির প্রতি কড়া সমালোচনা করে জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘বেইমানি না করলে শেখ হাসিনার বাবারও ক্ষমতা ছিল না বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন দেওয়ার। যারা সেই নির্বাচনে বেইমানি করে অংশগ্রহণ করেছিল, তারা আজ পলাতক। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের বাধ ভেঙে গেলে আল্লাহ ছাড়া আর কেউ বিএনপিকে ঠেকাতে পারবে না।’

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘শেখ মুজিব স্বাধীনতার পর অহংকারের কারণে পতনের শিকার হয়েছিলেন। আজ শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, তার জন্য তিনি নিজেই দায়ী।’

তিনি আরও বলেন, ‘দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই অন্তর্বর্তী সরকারের উচিত কারও প্রভাব, কান কথা বা রাজনৈতিক চাপের বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণ করা। স্থানীয় নির্বাচনের আগেই অবিলম্বে জাতীয় নির্বাচনের একটি স্পষ্ট ও নিরপেক্ষ রোডম্যাপ ঘোষণা করা জরুরি।’

বিজ্ঞাপন

এ সময় বক্তাগণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রুত গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

সারাবাংলা/এমপি

জয়নাল আবেদিন ফারুক নীলফামারী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর